News

Avatar
AmarMP Admin,

আমারএমপি'র ''OPEN PARLIAMENT THROUGH DIGITAL ENGAGEMENT'' ''WSIS Prizes-2018'' এর জন্য প্রাথমিক ভাবে মনোনিত

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমারএমপি' প্রজেক্টটি ''OPEN PARLIAMENT THROUGH DIGITAL ENGAGEMENT'' শিরোনামে United Nations এর অন্তভূর্ক্ত বিশেষ এজেন্সি The International Telecommunication Union (ITU) এর World Summit on the Information Society (WSIS) Prizes for 2018 এর জন্য প্রাথমিকভাবে মনোনিত হয়েছে।


Avatar
AmarMP Admin,

আমারএমপি'র প্রযোজনা ও পরিচালনায় টিভি অনুষ্ঠান

আমারএমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা'র প্রযোজনা ও পরিচালনায় শীঘ্রই বাংলাদেশের একটি খ্যাতি সম্পন্ন প্রাইভেট টিভি চ্যানেলে সাপ্তাহিক টক-শো' শুরু হতে যাচ্ছে। এজন্য আমরা আমারএমপি'তে সর্বোচ্চ উত্তর দেওয়া ২০ জন সংসদ সদস্যকে একেকটি পর্বে আনবো। সাথে থাকবে সংশ্লিষ্ট আসনের সাবেক সংসদ সদস্য( যদি থাকে) এবং আমাদের জরিপে এগিয়ে থাকা সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য প্রার্থী( যদি থাকে)।

এই তালিকাভূক্তিতে আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি।


Avatar
Sabuj Kundu,

"আমারএমপি" শুভ উদ্বোধন ১৬ই জানুয়ারি, ২০১৮

আমার এমপি কাগজে-কলমে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হলেও এ সংগঠনের কার্যক্রম শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে,  আগামী ১৬ই জানুয়ারি, ২০১৮ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মিলনায়তনে উদ্বোধন হতে যাচ্ছে।


Sabuj Kundu,

Amarmp.com on ATN News 'Young Nite' - জবাব চাই, জবাব পাই

Amarmp.com team attended TV talk show ATN News Youngnite program on last 19.10.2017 (1am) which was repeated on 20.10.2017(1pm). On behalf of amarmp team one of our ambassador  Mahebul Hasan Mukit and one of our founder member Sabuj Kumar kundu attended the program and talked details about amarmp.com. The program was named "Young Nite - জবাব চাই, জবাব পাই"


Avatar
AmarMP Admin,

Europe Business Assembly (EBA) nominated AmarMP as "the Best Regional Enterprise"

Amar MP has been nominated as “the Best Regional Enterprise” by the Europe Business Assembly (EBA), Oxford, UK. The EBA has invited Amar MP to the Summit of Leaders 2017 to be held on 19-20 December in Oxford, UK traditionally will be hosted by Oxford Town Hall. On behalf of the Summit of Leaders Organising Committee, Ms Alexandra Goloyda said, “I`m glad to address you as the high-profile representative of the regional business elite on behalf of the Summit of Leaders.”


Avatar
Sabuj Kundu,

AmarMP wins THE BIZZ Business Excellence Award

AmaMP has been selected as the winner of THE BIZZ Business Excellence Award by the World Confederation of Businesses.

 

In a letter to Engr. Sushanta Das Gupta, the Chairman of AmarMP, Jesus Moran, the Chief Executive Officer, World Confederation of Business wrote, "your company has been selected for consistently exceeding the evaluation criteria noted in our Business Excellence Questionnaire such as Business Leadership, Quality of Products and / or services, Management Systems, Innovation and Creativity, Corporate Social Responsibility, and Result Achieved."

Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্‌মেদ পলক
#Bizzaward
Sabuj Kundu,

আমারএমপিকে জাতীয় সংসদের অনাপত্তিপত্র

সেচ্ছাসেবী সংস্থা আমারএমপিকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে অনাপত্তি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। একই সঙ্গে মর্যাদাপূর্ণ এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডপ্রাপ্তির জন্যে ডেপুটি স্পিকার আমারএমপির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবার বাংলাদেশের মধ্যে একমাত্র আমারএমপি ডটকম এ অ্যাওয়ার্ড অর্জন করে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার এক পত্রে আমার এমপিকে শুভেচ্ছাবার্তা ও অনাপত্তির তথ্য জানান।

ডেপুটি স্পিকার আমার এমপি ডটকমের কার্যক্রমের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে নিঃসন্দেহে এই উদ্যোগ সহায়ক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে প্রায় ১৫০ জন সংসদ সদস্য ইতোমধ্যে আপনাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জনগণের জবাবদিহিতা নিশ্চিত করতে আপনাদের প্ল্যাটফরম ব্যবহার করে সরকারি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সমস্যার সমাধান করছেন।

এরআগে গত মাসে আমারএমপি ডটকমের সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মাদ ডেপুটি স্পিকারের কাছে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় দাপ্তরিক অনাপত্তিপত্রের আবেদন করেন।

এর জবাবে ডেপুটি স্পিকার জানান, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি, গণতান্ত্রিক ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। সংসদ সদস্যদের সাথে জনগণের যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে আমারএমপির উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের তরফ থেকে কোন আপত্তি নাই।

অনাপত্তিপত্র প্রাপ্তির সংবাদ নিশ্চিত করেছেন আমারএমপি ডটকমের চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। তিনি বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্তৃক এ স্বীকৃতি আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমারএমপি ডটকমের এ অর্জনের মাধ্যমে আমাদের অ্যাম্বাসেডরগণ বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নাগরিক সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করতে অনলাইনে চালু হয়েছে আমার এমপি ডটকম (www.amarmp.com)। এ ওয়েবসাইটে ইতোমধ্যেই দশম জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণ সহ আনুষঙ্গিক তথ্য সন্নিবেশিত হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে সংসদ সদস্যগণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

Advocate Md. Fazle Rabbi Miah - এডঃ মোঃ ফজলে রাববী মিয়া
Avatar
AmarMP Admin,

#AmarMP এর ফরেন এম্বাসেডর নিয়োগ প্রসংগে

#AmarMP টিম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, #AmarMP একটি স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড এমবিলিয়ন্থ-২০১৭ অর্জন করে বাংলাদেশ সহ আন্তর্জাতিক ডিজিটাল অঙ্গনে বিশেষ খ্যাতি অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবেও এম্বাসেডর নিয়োগ দিচ্ছি। আমাদের এই অর্জনের অংশীদার করতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে আমাদের টিমে অন্তর্ভুক্ত করতেই এই প্রয়াস।

Md. Shahriar Alam -মোঃ শাহ্‌রিয়ার আলম