View Question 3523 views

Subject : নান্দাইল উপজেলায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কারিগরি কলেজ স্থাপন প্রসঙ্গে

Avatar

Written By : মোঃ আব্দুর রাজ্জাক রাজীব

মাননীয় সাংসদ, আন্তরিক ভালবাসা ও সালাম নিবেন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি উপজেলার নাম নান্দাইল।প্রায় সাড়ে চার লক্ষ লোকের অধিক এখানে বসবাস করে।শিক্ষা,সংস্কৃতি,রাজনীতি,খেলাধুলা ও নানাধরনের কার্যক্রমে নান্দইল উপজেলার সুনাম রয়েছে।কিন্তু অত্যন্ত দু:খের বিষয় স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরেও নান্দাইল উপজেলায় একটি কারিগরি কলেজ স্থাপিত হয় নি,হাজার হাজার তরুন কারিগরি জ্ঞানের অভাবে আজ বেকার, বিগত সময় জাতীয় সংসদে যারাই নান্দাইল আসন থেকে প্রতিনিধিত্ব করেছে তারা সবাই মুখে কথার ফুলঝুড়ি ছড়ালেও,কেউ ফলপ্রসু ভুমিকা নিতে পারে নি,তাই মাননীয় সাংসদ জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের নিকট নান্দাইলের সাধারন জনগনের প্রানের দাবী,নান্দাইলে একটি কারিগরি কলেজ স্থাপনে তিনি সুদৃষ্টি দিবেন। বিনীত আপনার গুণমুগ্ধ মো: আব্দুর রাজ্জাক রাজীব

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নিজ নিজ এলাকার ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় এমপিগণ। সম্প্রতি নান্দাইল উপজেলায় কারিগরি কলেজ স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দিলেন ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনওয়ারুল আবেদীন খান। প্রশ্নটি করেন ঐ এলাকার আব্দুর রাজ্জাক রাজীব। তিনি নান্দাইল উপজেলায় একটি কারিগরি কলেজ স্থাপনে এমপির দৃষ্টি আকর্ষণ করেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনওয়ারুল আবেদীন এর জবাব দেন।

আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।