View Message

Subject : ভাটিয়াপাড়া টু কালুখালী রেল লাইনের বিভিন্ন স্থানে রেলগেট প্রস্তুত প্রসঙ্গে

Avatar

Written By : MD Selim

জনাব , সন্মানের সাথে যানাচ্ছি যে , আমি মোঃ সেলিম মোল্যা ,পিতা মোঃ নহুদ মোল্যা, গ্রাম কলিমাঝী,পোস্ট বনমালীপুর,থানা বোয়ালমারী,জেলা ফরিদপুর।আমি আপনার আসনের এক জন সামান্য জনগন।উল্লেখ থাকে যে আমার তিন পুরুষ আওয়ামীলীগ কে সাপোট করে ও ভোট প্রাদান করে। আপনার দেয়া কথা আপনি রেখেছেন ভাটিয়াপাড়া টু কালুখালী রেলগাড়ী সচলের মাধ্যমে আপনাকে অন্তরের অন্তস্থল থেকে জানাই ধন্যবাদ।জানাব পরিতাপের বিষয় এই যে আমাদের উপজেলায় গুরুত্তপূন্য স্থানে রেলগেট নাই , যার ফলে পথচারী ও গবাদী পশু পারাপারের সময় দূরঘটনার একটা আসংক্ষা থেকেই যায় বিশেষ করে প্রাইমারী স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা এই ঝুকিতে আছে ।ইতিমধ্যে বেশ কিছু দূরঘটনা ঘটে গিয়েছে ।জনাবের নিকট একজন জনগন হিসাবে আকুল আবেদন বিষয়টি গুরুত্ত সহকারে দেখিবেন।।