Mohammad Sharif Uddin,

বরাবর, 

দশম বাংলাদেশ সংসদ,

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

 

বিষয়:আদালত প্রাঙ্গণে  ‘লেডি অব জাস্টিস’ ভাস্কর্য থাকবে কি না সেই বিষয়ে মহান জাতীয় সংসদে আলোচনার আবেদন।

 

আমি নিম্নসাক্ষরকারী ঢাকা -১৩ আসনের একজন নাগরিক। উপরে উল্লেখিত বিষয়ে বাংলাদেশের জনগন দু’ভাগে বিভক্ত। পক্ষে বিপক্ষে সর্বত্র আলোচিত হচ্ছে বিষয়টি।

গত ১১ই এপ্রিল ২০১৭ইং এর সকল গনমাধ্যমের (অনলাইন) খবরে আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ‘লেডি অব জাস্টিস’ ভাস্কর্যটি অপসরণ করা হবে যা হেফাজতে ইসলামের ১৩টি মেন্ডেট বা শর্তের মধ্যে ৭নং মেন্ডেট ছিল। বাংলাদেশ একটি গনপ্রজাতন্ত্রী দেশ, এটা কোন ইসলামী প্রজাতন্ত্রী দেশ নয়। এদেশ ধর্ম নিরপেক্ষ দেশ এবং আদালত প্রাঙ্গনে ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান, প্রভাব প্রতিপত্তি বিবেচনায় কোন পার্থক্য করা হয় না। তাই অন্যান্য আরও মুসলিম প্রধান দেশের মত আমাদের দেশেও ‘লেডি অব জাস্টিস’ ভাস্কর্যটি রাখা হয় ন্যায়ের প্রতীক হিসেবে। এখানে উল্লেখ্য ‘লেডি অব জাস্টিস’ কেবল মাত্র একটি নিরেট ভাস্কর্যই কোন মন্দিরের পূজোর প্রতিমা নয় এবং ইহা একটি ন্যায় পরায়নের প্রতীক ছাড়া আর কিছুই নয়, যার সাথে ধর্মের সংঘাত করা হচ্ছে। 

এমতাবস্থায় দশম জাতীয় সংসদের কোন একটি অধিবেশনে ‘লেডি অব জাস্টিস’ থাকবে কি না সেই বিষয়ে  আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিনীত আবেদন জানাই।

 

নিবেদক,

মো: শরীফ উদ্দিন

আসাদ এভিনিউ

নিউ কলোনি মসজিদ মার্কেট

মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Facebook Profile


Petition Statistics

Target: 10000

Total: 156

All Signatures

Name Opinion Constituency Date
{{ signature.name }} {{ signature.opinion }} {{ signature.seat_name }} {{ signature.created_at }}