View Question 2004 views

Subject : এলাকার বিদ্যুত সমস্যা সমাধান প্রসঙ্গে

Avatar

Written By : Naimur Hosain Sumon

মাননীয় এমপি মহোদ্বয় সালাম  নিবেন,আশা করি ভাল আছেন - আপনার সু দৃষ্টি আকর্ষন করছি।আমি ৪নং ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথি গ্রামের বাসিন্দা।দীর্ঘদিন ধরে আমদের গ্রামের অন্যান্য সকল যায়গাতে বিদ্যুৎ থাকলেও পশ্চিম পাড়া এবং দক্ষিন পাড়ার অল্প কিছু বাড়িতে বিদ্যুৎ নাই।  আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারনে যে আপনি অল্প কিছু দিন আগে আমাদের  এই দুই পাড়ায় বিদ্যুতের  লাইন দেয়ার  উদ্বেগ হাতে নিয়েছেন।কিন্তু আমাদের এইখানে  শুধু মাত্র বিদ্যুৎ  এর খুঁটি পোঁতা  এবং খুঁটিতে তার লাগানোর জন্য প্রতি বাড়ি থেকে ৫০০০ টাকা নেয়া হচ্ছে  যা দিতে গিয়ে গ্রামের দরিদ্র পরিবারের মানুষ হিমশিম খাচ্ছে। শুনেছি এই টাকা এলাকার কিছু পাতি নেতা আত্মসাৎ করছে ।এই ব্যাপারে  অাপনি কি কি ব্যবস্থা নিবেন?