View Question 2441 views

Subject : খানসামাখানসামা উপজেলার রানীরবন্দর থেকে পাকেরহাট রাস্তা প্রসঙ্গে।

Avatar

Written By : Masud Rana

জনাব, আবুল হাসান মাহমুদ আলী (এমপি)
 
আমি আপনার নির্বাচনী এলাকার খানসামা  উপজেলার একজন  ভোটার। উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের উপজেলা এখন অনেকটা এগিয়ে। তবে খানসামা উপজেলার মূল সড়কটি, অর্থাৎ রানীরবন্দর থেকে পাকেরহাট-চৌরাঙ্গী পর্যন্ত হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটি এখনো প্রসস্থকরণ করা হয়নি। এই রাস্তাটি কবে নাগাত প্রসস্থকরণ করা হবে এবিষয়ে আমারএমপি ডট কমের মাধ্যমে এমপি মহোদয়ের কাছে জানতে চাই??
 
এলাকাবাসীর পক্ষে,
মোঃ মাসুদ রানা,
পাকেরহাট,খানসামা,দিনাজপুর।