ময়মনসিংহ ২ আসনের ফুলপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল ফুলপুর টু ময়মনসিংহগামী বিআরটিসি বাস সার্ভিস চালু করার। দীর্ঘদিন ধরে সাধারন পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদের নানা ধরনের অভিযোগ ছিল। সাধারণ পরিবহন মালিকেরা তাদের ইচ্ছে মতো ভাড়া বাড়িয়ে দিত। যেখানে সেখানে যাত্রী উঠানামা করতো, সিটিং সার্ভিসের পরিবর্তে অতিরিক্ত যাত্রী তোলা হতো। ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত ছাত্র ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতো। এমতাবস্থায় সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের একটাই দাবী ছিল ময়মনসিংহ টু ফুলপুর বিআরটিসি বাস সার্ভিস চালু করা। সেই দাবীকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ এমপি মহোদয় ফুলপুর-তারাকান্দার জনসাধারনের যাতায়াত আরামদায়ক, উপভোগ্য ও নিরবিচ্ছিন্ন করার লক্ষে গত ০৫ সেপ্টেম্বর ময়মনসিংহ টু ফুলপুরের মধ্যে ১০ টি বাস চালু করার জন্য বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন। প্রথম দিন ২টি বাস চালু করা হয়। পর্যায়ক্রমে সব বাস চালু হবে।
ভিডিওটি গত ০৫ সেপ্টেম্বর বিকাল ৪টা ৪৫ মিনিটে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন। বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় বর্তমান সরকার ও মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ এমপি মহোদয়ের প্রতি সর্বস্তরের জনগন সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিনীত
আমারএমপি টিম
Whoops, looks like something went wrong.
1/1ErrorException in Filesystem.php line 111:file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/a4c431ec222781ff6c66da77da57ab469a1c5bbd): failed to open stream: No space left on device