View Question 4351 views

Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ  এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।

বিনীত,

আমার এমপি ডট কম কর্তৃপক্ষ 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

আমারএমপি ডট কমের এই উদ্যোগকে স্বাগত জানাই। নিচে আমার মাধ্যমে করা উন্নয়ণমূলক কর্মকান্ড এবং ভবিষ্যত কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।

দশটি উন্নয়নমূলক কাজ:

১। নান্দাইল হেডকোয়ার্টার হতে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তা প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাকাকরন সম্পন্ন।

২।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এ্যাম্বুলেন্স প্রদান।

৩।উপজেলায় মোট ৩৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজ সম্পন্ন।

৪।প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান সম্পন্ন।

৫।মুসুল্লী ইউনিয়ন পরিষদ, নান্দাইল ইউনিয়ন পরিষদ এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মান কাজ সম্পন্ন।

৬।শহীদ স্মৃতি আদর্শ কলেজে দুতলা ভবন, সম্মুর্ত্ত জাহান মহিলা কলেজে চারতলা ভবন নির্মান,খুররম খান চৌধুরী কলেজে দুতলা ভবন নির্মান এবং মুসুল্লী স্কুল এন্ড কলেজে দুতলা ভবন নির্মান কাজ সম্পন্ন।

৭। ১৬ টি গ্রামীন সেতু নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

৮।২৪৭ টি গ্রামে কম/ বেশী বিদ্যুতের লাইন নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

৯। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ১৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

১০। ১২৮ কিলোমিটার গ্রামীন সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে।

১১। নতুন ৫ টি কমিউনিটি ক্লিনিক নির্মান কাজ সম্পন্ন হয়েছে।।

উন্নয়ন পরিকল্পনাঃ

১। কারিগরি মহাবিদ্যালয় স্থাপন।ইতমধ্যে টেন্ডার হয়েছে।

২।ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, যা টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে,ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

৩।নান্দাইলে হাইওয়ে থানা ভবন নির্মান, যা টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

৪।টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন।

৫।নান্দাইল পৌরসভায় ত্রিমুখী সেতু নির্মান।

৬।নান্দাইল পৌরসভায় শিল্পকলা একাডেমি এবং শিশুপার্ক স্থাপন।

৭।কানুরামপুর হতে ত্রিশাল পর্যন্ত হাইওয়ে সড়ক নির্মান।

৮।নান্দাইলে একটি মিনি স্টেডিয়াম নির্মান।

৯।আর ও চারটি নতুন কলেজ নির্মান।

১০। আমোদাবাদ সেতু নির্মান।

১১। ২০১৮ সালের মধ্যে নান্দাইলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত নিশ্চিত করা।

আবারো ধন্যবাদ!

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/d4054c266f8113417778f53d8f1e32b4f7d785d6): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56