View Question 2209 views

Subject : রাস্তা ও শুয়ারেজ লাইনের সমস্যা

Avatar

Written By : sumon khan

প্রিয় কামাল ভাই, আমার সালাম নিবেন, আশা করি ভালো আছেন। ভাই আমি আপনার নির্বাচনী এলাকার পূর্ব তেজতুরী বাজার, এর বাসিন্দা, আমার এলাকায় বৃস্টি হলে ৪টা গলির মাথায় কোমর পর্যন্ত পানি উঠে যায়।অনেক অভিযোগ দেওয়া শর্তেও কোন পতিকার পাইনি। ১/ তেজগাঁও মহিলা কলেজের সামনে,।

২/ ১০ নং গলির মাথায়,।

৩/ কাওরান বাজার যাওয়ার রাস্তায়।

৪/ ফার্মগেট থেকে পূর্ব তেজতুরী বাজার ঢুকার রাস্তায়।

অতএব আমাদের এলাকাবাসীর অনুরোধ আপনি এর জন্যও পদক্ষেপ নিবেন। কারন সামনে নির্বাচন। যাতে নির্বাচনে কোন প্রভাত নাপরে।আপনার কাছে আমাদের আকুল আবেদন।

ইতি,..... শাহাদাত খান সুমন

পূর্ব তেজতুরী বাজার,তেজগাঁও, ঢাকা-১২১৫।