সিলেটের শাহী ঈদগাহ'র শেখ রাসেল মিনি স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরী করা হয়েছিল খেলাধুলার জন্য কিন্তু বর্তমানে সম্পূর্ন অকার্যকর জাতির জনকের ছেলের নামে তেরী করা এই মিনি স্টেডিয়ামটি। স্টেডিয়ামটিতে প্রবেশের পথে দেখা যায় ময়লা আবর্জনার স্তুপ, স্টেডিয়ামে ঢুকার সিড়িটিও ভাঙ্গা ! স্টেডিয়ামের ভিতরের অবস্থা আরো খারাপ। খেলাধুলা করার কোন পরিবেশ নেই স্টেডিয়ামটিতে। সারা মাঠেই ছড়িয়ে ছিটিয় রয়েছে পলিথিনসহ বিভিন্ন ময়লা আবর্জনা। অবস্থা দেখে মনে হবে এ যেন পলিথিনের ভাগাড়। স্টেডিয়ামের হাউজ তৈরী করা হয় খেলোয়ারদের পরিস্কার হওয়ার পানি ব্যবহার করার জন্য কিন্ত এখানে পরিস্কার করা হচ্ছে ট্রাক। বর্তমান সরকারের এত ভাল একটি স্থাপনা অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে । নষ্ট হয়ে যাচ্ছে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম। অথচ অত্র এলাকার শিশু কিশোরদের খেলাধুলা করার মত কোন মাঠ নাই। স্টেডিয়ামটি দ্রুত খেলাধুলার উপযোগী করে তুলে শিশু কিশোরদেরকে খেলাধুলা করার জন্য উন্মুক্ত করে দিলে ভবিষ্যতে এখান থেকেও বেড়িয়ে আসতে পারে আমাদরে পরবর্তী মাশরাফি, তামিম, সাকিব।
ভিডিওটি বিগত ১৪ জুন ২০১৯ ইং তারিখ দুপুর ২ ঘটিকার সময় সিলেটের শাহী ঈদগাহ টিবি গেইট এর শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়। .
এ বিষয়ে সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. এ কে মোমেন এর দৃষ্টি আকর্ষণ করছি।
বিনীত
আমারএমপি
Whoops, looks like something went wrong.
1/1ErrorException in Filesystem.php line 111:file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/d6fbdf6728717482275fe65bca3dd1a317c05bbd): failed to open stream: No space left on device