View Question 2551 views

Subject : মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে

Avatar

Written By : Sujan Miah

বরাবরে,

মাননীয় এডঃ আবু জাহির এমপি

হবিগঞ্জ ৩

সংসদ সদস্য

বাংলাদেশ।

মহোদয় আমার সালাম গ্রহন করবেন, আমি মোঃ সুজন মিয়া, আপনার নির্বাচনী এলাকার একজন ভোটার। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে জানতে আগ্রহ প্রকাশ করছি যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন গত হবিগঞ্জ সফর করেছিলেন তখন হবিগঞ্জ বাসীকে আস্বস্থ্য করেছিলেন যে হবিগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় নির্মান করে দিবেন।

অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে উক্ত অনুমোদন টি কার্যকর হতে আরো কতদিন সময় লাগবে ও  কার্যক্রম শুরু হবে।

 ধন্যবাদান্তে,

হবিগঞ্জ বাসীর পক্ষে

মোঃ সুজন মিয়া।