View Question 2142 views

Subject : বিদ্যুৎ এর প্রসংগে এম পি মহোদয়ের নিকট বিনীত নিবেদনন।

Avatar

Written By : Priyolal Sutradhar

স্যার আমি আপনার নির্বাচনী এলাকার শাহ্‌রাস্তী থানাধীন আপনার গ্রামের পাশের গ্রাম নায়নগর গ্রামের বাসিন্দা,,, স্যার আপনার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আমাদের গ্রামে বিদ্যুৎ আর রাস্তা পাকা করার কথা ছিল,,,কিন্তু আমরা রাস্তার আংশিক কাজ হতে দেখলে ও এখন পর্যন্ত বিদ্যুৎ এর কোন কাজ হতে দেখি নাই,,,তবে কারো কারো কাছে শুনেছি নাকি আমাদের গ্রামের জন্য নাকি বিদ্যুতের অনুমোদন হয়েছে?

আর এ কথাটি আমি আরো প্রায় ১.৫বছর আগেই শুনেছি,,,কিন্তু এখনো বিদ্যুত এর সেই চাহিদা মেটাতে পারে নাই,,,

স্যার আপনার নিকট আকুল আবেদন এই যে,,, আপনি আমাদের গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে আমাদের কে চির কৃতার্থ করবেন।

বিনীত নিবেদক

সাধারণ জনগনের পক্ষে-

প্রিয়লাল সূত্রধর

পদার্থ বিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়