How to use the site?

অনেকেই মেসেজ দিচ্ছেন Amar MP সাইটে এমপি মহোদয়গনকে করা প্রশ্নের উত্তর তারা তেমন পাচ্ছেন না। সবার জন্যই লিখছি। কোন এমপি মহোদয়'র কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নিম্নলিখিত পরামর্শ মানার চেষ্টা করুন। হয়তো পেয়ে যাবেন আপনার এমপি মহোদয়ের কাছ থেকে কাংখিত প্রশ্নের উত্তর।

১/ প্রথম কথাই হইলো শ্রদ্ধাশীল হওয়া। ক্ষুব্ধ বর্নবিন্যাসের চেয়ে আন্তরিক শব্দাবলী আপনাকে উত্তর পেতে বেশি সাহায্য করবে। প্রথমে এমপি মহোদয়কে সুন্দরভাবে সম্বোধন করুন এবং সুন্দরভাবে ইতি টানুন।

২/ যা লিখবেন সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে লিখুন। মনে রাখবেন আপনি যার কাছে লিখছেন তিনি অনেক ব্যস্ত মানুষ; কাজেই যতটা সম্ভব পরিষ্কারভাবে এবং সহজভাবে আপনার প্রশ্ন উপস্থাপন করুন।

৩/ প্রশ্ন করার আগেই নিজের পরিচয় দিন যাতে এমপি মহোদয় বুঝতে পারেন আপনি তার নিজের নির্বাচনী এলাকার লোক। দিনশেষে আপনার একটি ভোট অনেক মূল্যবান। ফেইক কোন মানুষকে কোন এমপি মহোদয়ই উত্তর দিতে স্বাচ্ছন্দবোধ করবেন না।

৪/ যদিও এখন ডিজিটালাইজেসনের জয়জয়কার এখনো হাঁতে লেখা চিঠি অনেক কার্যকর। প্রথমেই চেষ্টা করুন নিজের হাঁতে চিঠি লিখে এমপি মহোদয়ের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠিয়ে দেওয়া। তবে পাঠানোর আগে অবশ্যই কপি রাখবেন। এরপর ই-মেইল করুন এবং আমারএমপি ডট কমে মেসেজ করে দিন।

৫/ সবসময় চেষ্টা করবেন একবারে একটি বিষয়ে প্রশ্ন করা। মনে রাখবেন প্রশ্ন মানে প্রশ্নই। সরাসরি জিজ্ঞেস করুন উপরের পরামর্শ মেনে। খেয়াল রাখতে হবে আপনার চিঠি/মেসেজে যাতে কোন প্রশ্ন থাকে।

 

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/54560da78e2e0cf347d4bd2c5d7dc9b0add86e00): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56