Avatar
AmarMP Admin,

আমারএমপি ডট কমের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এর ফলাফলের সম্ভাব্যতা যাচাইঃ বরিশাল বিভাগ

বাংলাদেশ আওয়ামী লীগ- ১২, জাতীয় ঐক্যফ্রন্ট(বিএনপি)-৭, জাপা-১, জাপা(মঞ্জু)-১

১৯৯১ থেকে ২০০৮- এই চারবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোট ও ২০১৮ সালের প্রার্থীদের জনপ্রিয়তা জরিপ এবং  কিছু বাস্তবতার আলোকে আমারএমপি ডট কম ৩০০ টি আসনে কোন কোন প্রার্থী জয়ী হতে পারেন এই বিষয়ে একটি সম্ভাব্য গানিতিক বিশ্লেষণ করেছে।  এই বিশ্লেষণে নিম্নলিখিত অনুমানকে বিবেচনায় আনা হয়েছে।

১/ প্রতিটি দল জনপ্রিয়তায় সবচেয়ে নিম্নগামী অবস্থায় আছে। সেজন্য এই গানিতিক বিশ্লেষণে ১৯৯১ থেকে ২০০৮ সালের মধ্যে সবচেয়ে কম ভোটপ্রাপ্তির শতকার হারকে ব্যবহার করা হয়েছে।

২/ যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলেরই প্রার্থী আছে; সেখানে ধরা হয়েছে জাতীয় পার্টি মোট ভোটের কমপক্ষে ৫-১০% ভোট পাবে।

৩/ ২০০৮ সালে যারা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন তাদের অন্তত ৮৫% আবারো নৌকা প্রতীকেই ভোট দিবেন। এবং এই ৮৫% এর পরিবারের নতুন ভোটারদের ও ৮৫% নৌকায় ভোট দিবেন।

৪/ ২০০১ সালে যারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন তাদের অন্তত ৮৫% আবারো ধানের শীষে ভোট দিবেন।এবং এই ৮৫% এর পরিবারের নতুন ভোটারদের ও ৮৫% ধানের শীষে ভোট দিবেন।

৫/ ২০০১ সালে যারা নৌকা প্রতীকে ভোট দিয়েছে তাদের সবাই ২০১৮তেও নৌকা প্রতীকেই ভোট দিবে।

৬/ ২০০৮ সালে যারা ধানের শীষে ভোট দিয়েছে তাদের সবাই ২০১৮তেও ধানের শীষেই ভোট দিবে।

৭/ভোটার টার্নআউট ৭০%।

#

Electoral Area

Year

Winner

Winning Party

109

Barguna-1

2018

ধীরেন্দ্র দেবনাথ শম‌্ভু

AL

110

 Barguna-2

2018

খন্দকার মাহবুব হোসেন

BNP

111

 Patuakhali-1

2018

মোঃ শাহজাহান মিয়া

AL

112

 patuakhali-2

2018

আ,স,ম, ফিরোজ

AL

113

 Patuakhali-3

2018

এস এম শাহজাদা

AL

114

 patuakhali-4

2018

মোঃ মহিববুর রহমান

AL

115

 Bhola-1

2018

তোফায়েল আহমেদ

AL

116

 bhola-2

2018

আলী আজম

AL

117

 Bhola-3

2018

নুরুন্নবী চৌধুরী

AL

118

 bhola-4

2018

নাজিম উদ্দিন আলম

BNP

119

 Barisal-1

2018

আবুল হাসানাত আবদুল্লাহ্

AL

120

 barisal-2

2018

সরদার সরফুদ্দিন আহমেদ

BNP

121

 Barisal-3

2018

জয়নুল আবেদীন

BNP

122

 barisal-4

2018

পংকজ নাথ

AL

123

 Barisal-5

2018

মোঃ মজিবর রহমান সরওয়ার

BNP

124

 Barisal-6

2018

আবুল হোসেন খান

BNP

125

 jhalokathi-1

2018

মুহাম্মদ শাহজাহান ওমর

BNP

126

 Jhalokathi-2

2018

আমির হোসেন আমু

AL

127

 pirojpur-1

2018

শ. ম. রেজাউল করিম

AL

128

 Pirojpur-2

2018

আনোয়ার হোসেন

JP-Manju

129

 pirojpur-3

2018

মো: রুস্তুম আলী ফরাজী

JP


3319 views