Avatar
AmarMP Admin,

১৪ জানুয়ারি ঢাকার লেইক ভিউ হোটেলে আমারএমপি’র ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে

জনগনের সাথে সংসদ সদস্যদের যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম “আমার এমপি ডটকম” দেশের সকল অ্যাম্বাসেডারদের নিয়ে আগামী ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার ঢাকা উত্তরার হাউজ-১৪,রোড নং-৫/এ,সেক্টর ১১’র গ্র্যান্ড লেইক ভিউ হোটেলে সকাল ১১টায় থেকে দিনব্যাপী এক ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে।

উক্ত ওয়ার্কশপে আমারএমপির সকল ফাউন্ডার মেম্বার,এক্সিকিউটিউভ মেম্বার ও দেশের প্রায় ২৫০ জনের মতো অ্যাম্বাসেডারগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আমারএমপি ডটকমের ফাউন্ডার ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত। পাশাপাশি অনুষ্ঠিতব্য ওয়ার্কশপে উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকবেন বলে দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন তিনি।

এছাড়াও ওয়ার্কশপে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ও থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত।
উল্লেখ্য, আমার এমপি ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা।

যা সংসদ সদস্যদের মাঝে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশের সংসদ সদস্যদের এবং ভোটারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গঠিত হয়েছে।

ইতিমধ্যে ইউরোপ বিজনেস এঞ্জেলেস (ইএবিএ) ইউএন, ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল পুরস্কারসহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার জিতেছে সংস্থাটি।

Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্‌মেদ পলক DR. Murad Hassan -ডঃ মুরাদ হাসান
#১৪ জানুয়ারি ঢাকার লেইক ভিউ হোটেলে আমারএমপি’র ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে

9775 views