Avatar
AmarMP Admin,

এমপিদের ডিজিটাল পথচলা শুরু

অবশেষে অনলাইনে জনতার মুখোমুখি হলেন, হবিগঞ্জ ৩ আসনের  এমপি অ্যাডভোকেট আবুজাহির চৌধুরী। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এমপি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ভোটারের প্রশ্নের উত্তর দিলেন। 

সম্প্রতি আমার এমপি ডটকম নামে ওয়েব পোর্টালের মাধ্যমে আবু জাহিরের কাছে সাইফুর রহমান নামের এক নাগরিক হবিগঞ্জের গ্যাস সমস্যা নিয়ে আবু জাহির এমপির কাছে জানতে চাইলে তিনি সেই প্রশ্নের উত্তর দেন।


আমার এমপি ডটকমের ডাটাবেজ  তৈরি করতে গিয়ে তাদের দেয়া তথ্য অনুসারে ৩৫০ এমপির মধ্যে ২৯৫ এমপির ফেসবুক আইডি বা পেজ থাকলেও সেগুলো ভেরিফাইড নয়।ভেরিফাইড ফেসবুক আইডি বা পেজ আছে এমন এমপির সংখ্যা মাত্র ৭।  ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে মাত্র ২ জনের।


বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংরক্ষিত নারী এম পিসহ ৩৫০ জন এমপির পরিচিতি, ঠিকানা, ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যম। মূলত, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতেই আমার এপি ডটকমের এই উদ্যেগ।


অ্যাডভোকেট আবু জাহির এমপির প্রশ্ন উত্তরের মধ্যদিয়ে ডিজিটাল পথচলা শুরু হল মাননীয় এমপিদের। এর মাধ্যমে ভোটার ও রাজনৈতিক নেতাদের মধ্যে এক নতুন সেতুবন্ধন রচিত হবে বলেই মনে করেন আমার এমপি টিম কতৃপক্ষ। আবু জাহির এমপির মতো অন্যান্য এমপি গণও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় শরিক হবেন বলে আশাবাদী তারা।


বিশ্বের উন্নত দেশ সমূহে মন্ত্রী এমপিগণ ইমেইল, চিঠি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

Source: Manabkantha.

Advocate Md. Abu Zahir -মোঃ আবু জাহির

3570 views

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/05b57b436485d80c6f41da1e4c4281c0c549cc2e): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56