Avatar
AmarMP Admin,

আমার এমপিতে ওবায়দুল কাদেরের ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ

জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগ আমার এমপি ডটকমে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রী অফিসিয়াল প্যাডে আদিলি আদিব খানকে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের পক্ষে আমার এমপি ওয়েবসাইটের কার্যক্রম সমন্বয় করার জন্যে মনোনয়ন দেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, পরিকল্পনা মন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সহ অর্ধশতাধিক সাংসদ এ উদ্যোগে নিজেদের সংযুক্ত করেছেন।

আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত এ মনোনয়নের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সকল সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও অন্যান্য তথ্যের সমন্বয়ে সাজানো আমার এমপি ডটকমে নাগরিকগণ জনপ্রতিনিধিদের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। জনগণের এমন প্রশ্নের উত্তর জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহের নিমিত্তে প্রত্যেক সংসদীয় আসনের বিপরিতে এক বা একাধিক ‘অ্যাম্বাসেডর’ থাকছেন।

Obaidul Quader -ওবায়দুল কাদের

7124 views