Avatar
AmarMP Admin,

বি,এম মোজাম্মেল হকের ‘অ্যাম্বাসেডর’ লাভলু

আমার এমপি ডটকমে আশিকুর রহমান লাভলুকে ‘অ্যাম্বাসেডর’ হিসেবে নিয়োগ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি,এম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার তার নির্বাচনী আসন শরীয়তপুর-১ এর জন্য তাকে নিয়োগ দেন বি,এম মোজাম্মেল হক।

আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মনোনয়ন শেষ আমার এমপি ডটকমের সাফল্য কামনা করে বি,এম মোজাম্মেল হক বলেন, জনগণের সাথে সেতুবন্ধনের জন্য আমার এমপি ডটকমের এ উদ্যোগ প্রশংসনীয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের সকল সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও অন্যান্য তথ্যের সমন্বয়ে সাজানো আমার এমপি ডটকমে নাগরিকগণ জনপ্রতিনিধিদের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। জনগণের এমন প্রশ্নের উত্তর জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহের জন্যে প্রত্যেক সংসদীয় আসনের বিপরিতে এক বা একাধিক ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেয়া হচ্ছে। সদ্য নিয়োগকৃত অ্যাম্বাসেডর আশিকুর রহমান লাভলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

B.M. Muzammel Haque - বি

3861 views