প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুস।
জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ডিজিটাল মাধ্যম আমার এমপি ডটকমে এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান এ সাংসদ।
আমার এমপি ডটকমে লেখক ওমর শেহাব শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুসের কাছে জানতে চান, "এবছর আবার এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে আপনি এ ব্যাপারে এখন পর্যন্ত কি কি উদ্যোগ নিয়েছেন?"
জবাবে সাংসদ আবদুল কুদ্দুস জানান, "সংসদীয় কমিটির সভা এইমাসে এখনও অনুষ্ঠিত হয় নাই। আগামী সভায় এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব চাওয়া হবে।"
প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে গঠিত তদন্ত কমিটির তথ্য জানিয়ে আবদুল কুদ্দুস বলেন, "ইতিমধ্যে যেহেতু উচ্চ পর্যায়ের ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির তদন্ত প্রতিবেদন সংসদীয় কমিটিতে উত্থাপিত না হওয়া পর্যন্ত সংসদীয় কমিটি শুধুমাত্র প্রশ্ন করতে পারবে। জবাব দেওয়ার কোন সুযোগ নাই।"
Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস2776 views