Avatar
AmarMP Admin,

আমার এমপি ডটকমে প্রতিমন্ত্রী এম এ মান্নান, অ্যাম্বাসেডর কাজী

আমার এমপি ডটকমে যুক্ত হলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ আসনে কাজী এনামকে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার অনুমতি প্রদানের মাধ্যমে তিনি আমার এমপিতে যুক্ত হন। প্রতিমন্ত্রীর এই সংযুক্তি আমার এমপি ডটকমকে এগিয়ে নিলো আরও এক ধাপ।

উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করতে অনলাইনে চালু হয়েছে আমার এমপি ডটকম (www.amarMP.com)। এ ওয়েবসাইটে ইতোমধ্যেই দশম জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণ সহ আনুষঙ্গিক তথ্য সন্নিবেশিত হয়েছে। আমার এমপি ডট কম প্রত্যেক সংসদ সদস্যের বিপরীতে এক বা একাধিক অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, পরিকল্পনা মন্ত্রী, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রীস শতাধিক সংসদ সদস্য নিজেরাই তাঁদের অ্যাম্বাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন আমারএমপি ডটকমে।

M.A. Mannan -এম এ মান্নান

3539 views