বাংলাভাষা ভিত্তিক ওয়েবসাইট হিসেবে ‘এমবিলিয়নথ এ্যাওয়ার্ডস-২০১৭’-এর মনোনয়ন তালিকায় স্থান করে নিয়েছে ‘আমার এমপি ডটকম’। মনোনয়ন পাওয়া ৬৫টি ওয়েবসাইটের মধ্যে সরকারী ও নাগরিক কাজে সম্পৃক্ত থাকার কারণে সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে এই সাইটটি। প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ২৯৪টি সাইট আবেদন করেছিল। আগামী ৪ আগস্ট নয়াদিল্লীতে ‘এমবিলিয়নথ এ্যাওয়ার্ড গালা ২০১৭’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ী ওয়েবসাইটগুলোর নাম ঘোষণা করা হবে। চলতি বছরের মার্চে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত ৩০০ এবং সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপিদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের জন্য ‘আমার এমপি ডটকম’ সাইটটি চালু হয়। সাইটটিতে রয়েছে দেশের সব এমপির তথ্য।
সোর্সঃ দৈনিক জনকন্ঠ।
Dr. Shirin Sharmin Chaudhury -ড. শিরীন শারমিন চৌধুরী Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্মেদ পলক Obaidul Quader -ওবায়দুল কাদের Mohammed Hasan Mahmud -মোহাম্মদ হাছান মাহমুদ2864 views