আমারএমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা'র প্রযোজনা ও পরিচালনায় শীঘ্রই বাংলাদেশের একটি খ্যাতি সম্পন্ন প্রাইভেট টিভি চ্যানেলে সাপ্তাহিক টক-শো' শুরু হতে যাচ্ছে। এজন্য আমরা আমারএমপি'তে সর্বোচ্চ উত্তর দেওয়া ২০ জন সংসদ সদস্যকে একেকটি পর্বে আনবো। সাথে থাকবে সংশ্লিষ্ট আসনের সাবেক সংসদ সদস্য( যদি থাকে) এবং আমাদের জরিপে এগিয়ে থাকা সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য প্রার্থী( যদি থাকে)।
এই তালিকাভূক্তিতে আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি।
3492 views