Avatar
AmarMP Admin,

বাংলাদেশের দুটি প্রকল্প উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারের দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় আমার এম পি’র অভিনন্দন

হবিগঞ্জ, সিলেট, ২৭.০২.২০১৮ - বাংলাদেশের দুটি প্রকল্প উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তর এবং বাংলাদেশ পুলিশ কে আমার এম পি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের ‘অ্যাক্সেস টু ইনফর্মেশন’ (a2i) এর অধীনে ‘মুক্তপাঠ’ এবং বাংলাদেশ পুলিশের ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পদুটি (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে এই দুটি প্রকল্প চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার এমপি’র চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত বলেন যে, “জাতিসংঘ কর্তৃক আয়োজিত উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে বাংলাদেশ সরকারের এই দুটি প্রকল্প চ্যাম্পিয়ন হওয়ায় আমার এম পি’র পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর দপ্তর এবং বাংলাদেশ পুলিশকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই প্রকল্প দুটি আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে এটা প্রমান করলো যে এই দুটি প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন করতে এক শক্তিশালী ভুমিকা রাখতে সক্ষম।” তিনি আরো বলেন, “আমরা আশা করছি এই প্রকল্প দুটি চূড়ান্ত পর্বেও সাফল্য অর্জন করবে।”

উল্লেখ্য যে, আমার এম পি’র একটি প্রকল্প “ওপেন পার্লামেন্ট থ্রু ডিজিটাল এনগেজমেন্ট” '(OPEN PARLIAMENT THROUGH DIGITAL ENGAGEMENT)” উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছিলো। “ওপেন পার্লামেন্ট থ্রু ডিজিটাল এনগেজমেন্ট” প্রকল্পর প্রাথমিক মনোনয়নের পর যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রকৌশলী দাস গুপ্ত । তিনি বলেন, আমার এম পি’র এই প্রকল্পকে দ্বিতীয় পর্বে যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করছি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমার এম পি’র পাশে থাকবেন।”

এই প্রতিযোগিতায় যেসব প্রকল্প চূড়ান্ত পর্বে সাফল্য অর্জন করবে সেসব প্রকল্পকে ১৯-২৩ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য উইসিস ফোরাম ২০১৮ এ পুরস্কার প্রদান করা হবে।

 

উইসিস (WSIS) পুরস্কারঃ  

WSIS পুরস্কার একটি অনন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা যা বিভিন্ন ব্যক্তিদের, সরকারসমূহ, নাগরিক সমাজ, স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের কোম্পানীর অসামান্য সাফল্যের স্বীকৃতি প্রদান করে। এই পুরস্কারটির জন্য ২01২ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং খুব দ্রুতই উন্নয়নের জন্য আইসিটি (ICT4D) সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

আমার এম পি ডট কমঃ

আমারএমপি ডট কম (https://amarmp.com/) নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশের নাগরিকদের সংযুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে একটি সামাজিক গণতান্ত্রিক আন্দোলন তৈরির প্রচেষ্টা করছে। একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমার এমপি ডট কম সকল নাগরিককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে স্বীকৃত সকল মানবাধিকারকে স্বীকৃতি, বুঝতে ও প্রয়োগ করতে সহায়তা করে।

এ বছরের শুরুর দিকে আমার এমপিডটকম এমবিবিলিথ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। ২০১৭ সালে আমার এমপি ডট কম – ই হোল বাংলাদেশের একমাত্র সংগঠন যা ২০১৭ সালের এমবিবিলিথ অ্যাওয়ার্ড (mBillionth Award South Asia 2017) পেয়েছে।

কিছুদিন পূর্বে বাংলাদেশ সংসদ আমার এম পি ডট কম কে অনাপত্তি পত্র দিয়ে স্বীকৃতি দেয়। তাছাড়া আমার এম পি ডট কম ইউরোপের বিজ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এবং অক্সফোর্ডে অবস্থিত ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি দ্বারা সম্মানিত হয়েছে।

গত ১৬ই জানুয়ারী, ২০১৮ তারিখে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ আহমেদ পলক এমপি আমাদের এই আমার এম পি প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহান সংসদের ডেপুটি স্পীকার জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া। সেই সাথে আরো উপস্থিত ছিলেন ৬০ জনেরও বেশি বর্তমান সংসদ সদস্য এবং আমাদের সকল ‘আমার এম পি আম্বাসাডরগণ।


3155 views