Avatar
AmarMP Admin,

মার্জিনাল/সুইং সিট- সিলেট বিভাগের কি অবস্থা?

১৯৯১-২০০৮ এই চারটি নির্বাচনের যে কোন একবার যে আসনে নিকটতম প্রার্থীদের ভোটের ব্যবধান মোট ভোটের ৫% এর নিচে এসব আসনকে 'মার্জিনাল/সুইং আসন' ধরে ৩০০ আসন এলালাইসিস করে চমক জাগানিয়া ফলাফল পাওয়া গেছে। 
 
সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ১৫ টি আসনই 'মার্জিনাল/সুইং আসন'- কারন এই আসনগুলো'তে ১৯৯১-২০০৮ এর কোন না কোন নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিলো ৫% এর নিচে!
 
মাত্র দুইটি আসন আওয়ামী মেজোরিটি- একটি হলো মৌলভীবাজার-৪ এবং আরেকটি হবিগঞ্জ-৪। এগুলাকে বলা যায় আওয়ামী লীগের সেইফ সিট। 
 
আর দুইটি আসনকে আমরা ধরেছি ৫০-৫০ মেজোরিটি আসন; মানে এগুলাতে দুইবার আওয়ামী লীগ, আর দুইবার অন্য দল জিতেছে। এগুলা হলো মৌলভীবাজার-৩ এবং হবিগঞ্জ-৩। 
 
শীঘ্রই পুরো ৩০০ আসনের ফলাফল প্রকাশ করা হবে 'আমার এমপি' সাইটে। 


2305 views