Avatar
AmarMP Admin,

মার্জিনাল/সুইং সিট- রংপুর বিভাগের কি অবস্থা?

১৯৯১-২০০৮ এই চারটি নির্বাচনের যে কোন একবার যে আসনে নিকটতম প্রার্থীদের ভোটের ব্যবধান মোট ভোটের ৫% এর নিচে এসব আসনকে 'মার্জিনাল/সুইং আসন' ধরে ৩০০ আসন এলালাইসিস করে চমক জাগানিয়া ফলাফল পাওয়া গেছে। 

রংপুর বিভাগের ৩৩ টি আসনের মধ্যে ৯ টি আসনই জাতীয় পার্টি মেজোরিটি আসন। আর বাকি ২৪ টি আসন মার্জিনাল/সুইং আসন।

উল্লেখযোগ্য বিষয় হলো এই বিভাগে আওয়ামী মেজরিটি কিংবা বিএনপি মেজোরিটি কোন আসন খুঁজে পাওয়া কষ্টকর।


2024 views