Avatar
AmarMP Admin,

ময়মনসিংহ বিভাগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জনপ্রিয়তায় এগিয়ে আছেন

গত এক বছর ধরে 'আমারএমপি' ডট কম বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির যেসব প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে আছে এই নিয়ে সার্ভে করে আসছে। ইতোমধ্যে সেই সার্ভে শেষ হয়েছে। আমরা বিভাগওয়ারী সেই সার্ভের ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। আমাদের আজকের পর্ব ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার মোট ২৪ টি আসন। 

প্রতিটি আসনে ফিক্সড স্যাম্পোল ছিল ৫০০০। ২০০১ এবং ২০০৮ এর নির্বাচনে যেসব কেন্দ্রে প্রথম ও ২য় হওয়া প্রার্থীর ভোটের ব্যবধান ৫-১০% ছিলো সেসব কেন্দ্র থেকে এই ৫০০০ স্যাম্পোল নেওয়া হয়েছে। ডাটা সংগ্রহে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নিরপেক্ষতা বজায় রাখার জন্য।

ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের পক্ষে জনপ্রিয়তার দিক থেকে যারা এগিয়ে আছে তারা হলেনঃ

ময়মনসিংহ-১ জুয়েল আরেং 
ময়মনসিংহ-২ শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩ সামিউল আলম লিটন
ময়মনসিংহ-৪ মোয়াজ্জেম হোসেন বাবুল
ময়মনসিংহ-৫ কে এম খালিদ বাবু
ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমীন মাদানী
ময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমন
ময়মনসিংহ-৯ আনোয়ারুল আবেদিন তুহিন
ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল
ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু
শেরপুর-১ মো আতিউর রহমান আতিক
শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী
শেরপুর-৩ এ কে এম ফজলুল হক চান
জামাল্পুর-১ আবুল কালাম আজাদ
জামাল্পুর-২ ফরিদুল হক খান দুলাল
জামাল্পুর-৩ মির্জা আজম
জামাল্পুর-৪ ডা মুরাদ হাসান
জামাল্পুর-৫ রেজাউল করিম হীরা
নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী
নেত্রকোনা-২ আহমদ হোসেন
নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল
নেত্রকোনা-৪ শফি আহমেদ
নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল

 

অন্যদিকে বিএনপি'র দিক থেকে যারা এগিয়ে আছে তারা হলেনঃ

ময়মনসিংহ-১ আফজাল এইচ খান
ময়মনসিংহ-২ শাহ শহীদ সারোয়ার
ময়মনসিংহ-৩ তায়বুর রহমান হিরণ
ময়মনসিংহ-৪ এ জেড এম জাহিদ হোসেন
ময়মনসিংহ-৫ একে এম মোশারফ হোসেন
ময়মনসিংহ-৬ আখতারুল আলম ফারুক
ময়মনসিংহ-৭ জয়নাল আবেদিন
ময়মনসিংহ-৮ শাহ নুরুল কবির শাহীন
ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী
ময়মনসিংহ-১০ স্বপন চৌধুরী
ময়মনসিংহ-১১ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু
শেরপুর-১ মো হযরত আলী
শেরপুর-২ ব্যারিস্টার হায়দার আলী
শেরপুর-৩ মাহমুদুল হক রুবেল
জামাল্পুর-১ আব্দুল কাইয়ুম
জামাল্পুর-২ সুলতান মাহমুদ বাবু
জামাল্পুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল
জামাল্পুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম
জামাল্পুর-৫ শাহ মো ওয়ারেছ আলী মামুন
নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-২ আশরাফ উদ্দিন খান
নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোনা-৪ তাহমিনা জামান শ্রাবনী
নেত্রকোনা-৫ রাবেয়া আলী

 

মাত্র ৪ টি আসনে জাতীয় পার্টির প্রার্থীগনেরও জনপ্রিয়তা পরিলক্ষিত হয়েছে, সেগুলো হলোঃ

ময়মনসিংহ-৪ রওশন এরশাদ
ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ (মুক্তি)
ময়মনসিংহ-৭ এম. এ. হান্নান
ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম
জামাল্পুর-৪ মোহাঃ মামুনুর রশিদ

 

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে জরিপ প্রক্রিয়ার সাথে জড়িত সকল তথ্য জনসম্মূখে প্রকাশ করা থেকে আমরা বিরত থাকছি। 


20576 views