View Question 1834 views

Subject : কলেজ মোড় থেকে গোবিন্দপুর স্কুল পর্যন্ত রাস্তার বাকি কাজ দ্রুত উন্নয়ন প্রসঙ্গে।

Avatar

Written By : Dr. Akramul Haque

জনাব,

আসসালামু আলাইকুম ।  আশা করি ভালো আছেন। এলাকাবাসীর বহু দিনের প্রত্ত্যাশা কলেজমোড় থেকে গোবিন্দপুর স্কুল পর্যন্ত রাস্তার কাজ পাকা  হবে। এই রাস্তায় প্রতিদিন ছাত্র-ছাত্রী সহ বহু লোক চলাচল করে। এতে সবার অনেক কষ্ট করে চলতে হয়। এলাকাবাসীর পক্ষ থেকে আমি( মোঃ একরামুল হক) উক্ত রাস্তার কাজটি দ্রুত করানোর জন্য জোর দাবি যানাইতেছি।