View Question 2710 views

Subject : আন্তঃনগর ট্রেন প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

আমি মোঃ গোলজার হোসেন, শালবাহান রোড, পঞ্চগড়।

মাননীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সংরক্ষিত মহিলা আসনের ৩০১ ঠাকুরগাঁও, পঞ্চগড় মহোদয়ের নিকট আমার প্রশ্ন এই যে,

ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার অনেক দিনের দাবী আন্তঃনগর ট্রেন চাই। কবে নাগাদ আন্তঃনগর ট্রেন চালু হতে পারে?

Avatar

Written By : AmarMP Admin

Public

আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে মাননীয় রেলপথ মন্ত্রী গতকাল ১৭/০৬/২০১৭ইং তারিখে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ে ট্রেন চালু উদ্ধোধন করেন এবং ইন্দোনেশিয়া হতে ট্রেন কোচ ক্রয়ের প্রস্তুতি চলছে। ট্রেন কোচ আস্লেই আন্তঃনগর ট্রেন চালু করা হবে।