MST. SELINA JAHAN LITA -মোছা: সেলিনা জাহান লিটা
Former/Previous MP
Seat-1 , Thakurgaon
Bangladesh Awami League
Ambassador
View Question 3177 views
Subject : ঠাকুরগাঁওয়ে মহিলা উদ্যোক্তা প্রসঙ্গে
Written By : Ashwini Kumar Barman
ঠাকুরগাঁওয়ে মহিলা উদ্যোক্তা ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাই ? মহিলা উদ্যোক্তা ব্যাপারে আপনি ভূমিকা কি কি ? জানালে খুব উপকার হতো। আরো জানতে একজন মহিলা কিভাবে উদ্যোক্তা হতে পারে ? অশ্বিনী কুমার বর্মন , হলপাড়া, ঠাকুরগাঁও।
Written By : MST. SELINA JAHAN LITA -মোছা: সেলিনা জাহান লিটা
মহিলা উদ্যোক্তাদের জন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি । যেমন গ্রামের মহিলাদের প্রথমে সমিতির মাধ্যমে তাদের সংগঠিত করা পরে তাদের প্রশিক্ষনের মাধ্যমে তাদের উদ্যোক্তা তৈরি করা। একজন উদ্যোক্তাকে প্রথমে তার লক্ষ্য স্হির করতে হবে সে করতে চায়। প্রশিক্ষণ নিতে হবে। অর্থ লব্দিকারি প্রতিষ্ঠান /তফসিলি ব্যাংক থেকে লোন নিয়ে তারা কাজে লাগিয়ে বিনিয়োগ করবে। যে প্রোডাক্ট গুলো হবে সেগুলো বাজারজাত করতে হবে।
সেলিনা জাহান লিটা সংসদ সদস্য ৩০১ মহিলা আসন- ০১ ঠাকুরগাঁও - পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদ