MST. SELINA JAHAN LITA -মোছা: সেলিনা জাহান লিটা
Former/Previous MP
Seat-1 , Thakurgaon
Bangladesh Awami League
Ambassador
View Question 3722 views
Subject : ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ঝুকিপূর্ণ বেইলী ব্রিজগুলো জরুরি ভিত্তিতে নির্মাণ প্রসঙ্গে।
Written By : Nahid Parvez
ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বেইলী ব্রিজ গুলি ঝুকিপূর্ণ। আশঙ্কায় চলাফেরা করছেন জনসাধারণ। তার প্রমাণ স্বরুপ ঠাকুরগাঁওয়ের জেলা শহরে সেনুয়া বেইলী ব্রিজ, কিছুদিন পূর্বে সেনুয়া বেইলী ব্রিজটিতে কয়লা বোঝায় একটি ট্রাক উঠামাত্রই ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে কয়েকটি ইউনিয়নের জনসাধারণ দুর্ভোগের স্বীকার। এ ব্যাপারে আপনার ভূমিকা কি?
Written By : MST. SELINA JAHAN LITA -মোছা: সেলিনা জাহান লিটা
ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ঝুকিপূর্ণ বেইলী ব্রিজগুলো জরুরি ভিত্তিতে নির্মাণ প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুরগাও - ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোছা: সেলিনা জাহান লিটা।
এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন নাহিদ পারভেজ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসডর মোঃ মোন্নাফ হোসেইন ও প্রশান্ত কুমার জনার্ধন।