View Question 3287 views

Subject : পলাশবাড়ী উপজেলার মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়ে।

Avatar

Written By : Samia Mehjabin Shuvra

মাননীয় এম. পি মহোদয় আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনি জানেন যে বাংলাদেশের মেয়েরা এখন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অনেক এগিয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় এক্ষেেত্র আমাদের পলাশবাড়ী উপজেলার মেয়েরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সুবিধা খুবই অপ্রতুল।আপনি এ ব্যাপারে কোন ধরনের উদ্যোগ নিবেন কিনা? দয়া করে উত্তর দিলে খুশি হতাম। 

সামিয়া মেহজাবিন শুভ্রা

শিক্ষার্থী, সরকারী গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা। ৃ

Avatar

Written By : ADV. UMME KULSUM SMRITY -এড. উম্মে কুলসুম স্মৃতি

Public

পলাশবাড়ী উপজেলার মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধিতে ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রণালয়কে আহবান করবেন বলে জানালেন সংরক্ষিত ৩০৪ আসনের সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সামিয়া মেহজাবিন শুভ্রার করা প্রশ্নের জবাবে এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি উম্মে কুলসুম এ কথা বলেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মাহিবুল হাসান মুকিত। আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।