View Question 571 views

Subject : আলদাদপুর পাকার মাথা থেকে আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সরকারি ভোটের সেন্টার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করণ প্রসঙ্গে।

Avatar

Written By : Md Sadekul Islam

মাননীয় এম. পি মহোদয় আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি ভাল আছেন । আপনার উন্নয়নের ছোঁয়ায় সাদুল্লাপুর পলাশবাড়ীর মানুষ আপনার নিকট চির কৃতজ্ঞ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আওয়ামী অধ্যুষিত এলাকা হওয়া সত্বেও এখন পর্যন্ত আলদাদপুর পাকার মাথা থেকে আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র ১কিলোমিটার রাস্তা পাঁকা হচ্ছে না। উল্লেখ্য যে, আলদাদপুর প্রাথমিক বিদ্যালয় সরকারি ভোটের সেন্টার অথ্যাৎ জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও স্থানীয় চেয়ারম্যান নির্বাচনের ভোট কেন্দ্র এবং ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বর্ষাকালে এই রাস্তাটি চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। ১কি.মি রাস্তা পাকা করলে আমরা আলদাদপুর গ্রামের বাসিন্দা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো।

 

বিনীত নিবেদক

মোঃ সাদেকুল ইসলাম

দপ্তর সম্পাদক

সাদুল্লাপুর উপজেলা সমিতি, ঢাকা