View Question 2056 views

Subject : বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে

Avatar

Written By : Nabil Sardar

মাননীয় এমপি মহোদয় প্রথমে আমার সালাম নিবেন। আমি আত্রাই উপজেলার বাসিন্দা। আমি এসএসসি পাশ করার পর অস্বচ্ছতার কারনে পড়াশুনা বাদ দিয়েছিলাম। ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে আত্রাইয়ে “নর্থ বেঙ্গল হিউম্যান ডেভলপমেন্ট ইন্সটিটিউট” এবং রানীনগরে  “নর্থ বেঙ্গল স্কিল ডেভলপমেন্ট ইন্সটিটিউট” নামে আপনি দুইটি প্রতিষ্টান তৈরি করেছেন। যেখানে অদক্ষ জনসক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করার ট্রেনিং প্রদান করা হবে। এছাড়াও বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা প্রদান করা হবে।  আমি ভর্তি হবার সিদ্ধান্ত নিয়েছি। এমপি মহোদয় কাছে আমার জিজ্ঞাসা, কোর্স সম্পন্ন করার পর ট্রেনিং সেন্টার থেকে কি কোন কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিংবা ট্রেনিং গ্রহণ করার পর নিজেই কিছু করতে চাইলে আপনি কি কোন ক্ষুদ্র লোন পাবার ব্যবস্থা করবেন?

Best Regards

Nabil Sardar