View Question 1989 views

Subject : ইন্টারনেট সংযোগ স্থাপন প্রসঙ্গে

Avatar

Written By : Shahajan Saju

মাননীয় সংসদ সদস্য মহোদয় সালাম ও অভিনন্দন রইলো। আশা করি ভাল আছেন। আমি আপনার নির্বাচনী এলাকা রাণীনগর উপজেলার বাসিন্দা। আপনার নির্বাচনী এলাকা আত্রাই-রানীনগরে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের কাজ চলছে, জানতে পারলাম নিজ উদ্যোগ ও খরচে আপনি এমন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এতে করে আমরা এলাকাবাসি অত্যন্ত  খুশি এবং গর্বিত । আমার প্রশ্ন হচ্ছে, উক্ত কার্যক্রম  কি ব্যবসায়িক মনভাব নাকি এলাকার উন্নয়ন করণের জন্য? আশা করি উত্তর প্রদান করে খুশি করবেন। ধন্যবাদ।