View Question 2598 views

Subject : ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী

Avatar

Written By : Plabon Ahmed

মাননীয় এমপি মহোদয়  প্রথমে আমার সালাম নিবেন। কেমন আছেন স্যার? আমি আত্রাই উপজেলার বাসিন্দা। ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এলাকায় চলছে সাজসাজ রব এবং খুশির জোয়ার। আত্রাই-রাণীনগরবাসি অধির হয়ে আছে উনাকে একনজর দেখার জন্যে। সেইসাথে সবাই আপনার প্রশংসায় মত্ত। কারণ, ইতিমধ্যে আপনি পতিসরের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। রবীন্দ্রসেতু, কৃষি  ইন্সটিটিউট, কর্মসংস্থানে নতুন বাজার ,রবীন্দ্র কাচারী বাড়ী সংস্কার ছাড়াও রয়েছে আপনার সম্পাদনায় পতিসর থেকে প্রকাশিত মাসিক "রবীন্দ্র জার্নাল"। এতকিছু  বিশ্লেষণ করে মনে প্রশ্ন জাগছে, রাষ্ট্রপতির আগমণে পতিসর তথা আত্রাই-রাণীনগরবাসি মেডিক্যাল কলেজ অথবা জাদুঘর বা বড় কিছু পেতে যাচ্ছে কিনা? ধন্যবাদ এমপি মহোদয় সাহেব।।