View Question 3407 views
Subject : সাতক্ষীরার অবহেলিত নারী ও শিশুদের কল্যানার্থে করনীয় বিষয়।
Written By : আল মামুন
তারিখ:২৩.০৩.২০১৭
বরাবর,
মাননীয় এমপি মহোদয়,
মিসেস রিফাত আমিন সংরক্ষিত সংসদীয় আসন-৩১২ মহান জাতীয় সংসদ, বাংলাদেশ।
মহোদয়, শুভেচ্ছা নিবেন; আমি আপনার নির্বাচনী এলাকা মহান জাতীয় সংসদ এর সংরক্ষিত আসন-১২ এর বাসিন্দা মোঃ আল মামুন, পিং-মোঃ রফিকুল ইসলাম হইতেছি। নারী ও শিশুদের কল্যানার্থে বিগত দিনে আপনার হাত দ্বারা সাতক্ষীরাতে অনেক কল্যান সাধিত হয়েছে, সেটা জেলাবাসী আমরা সকলেই অবগত। আমার প্রশ্নের মূল বিষয়বস্তু আগামীতে সাতক্ষীরার অবহেলিত নারী ও দুস্থ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আপনার কোন চিন্তা-চেতনা বা পরিকল্পনা আছে কি? যদি থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন, কৃতার্থ হবো।
Best Regards
Written By : REFAT AMIN -রিফাত আমিন