Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1757 views

Subject : আমার বিদ্যালয় দুটির পাশের পুকুরের ধার বেধে দেওয়া সম্পর্কে...

Avatar

Written By : Md Juel Rana

আসসলামু আলাইকুম... আশা করি সুস্থ আছেন...

আমি আপনার একজন ক্ষুদে ভক্ত, আমার বাড়ি কলমা গ্রামে...

আপনি বরেন্দ্রভুমির সাহসী যোদ্ধা... আপনার সাহসী হাত দিয়ে তানোর-গোদাগাড়ী তথা পুরো রাজশাহীর উন্নয়ন হচ্ছে...আশা করি ভবিষ্যতেও হবে...আপনাকে পেয়ে আমরা ধন্য... আমরা কলমা ইউনিয়ন বাসী আপনাকে নিয়ে গর্ব করি...

কলমা গ্রামের কলমা সরকারী প্রাথমিল বিদ্যাওলয় ও কলমা উচ্চ বিদ্যালয়  তানোরের  স্বনামধন্য বিদ্যালয়...

 কলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঘেঁষেই আর উচ্চ বিদ্যালয়ের  মাঠ  ঘেষে ১ টা পুকুর রয়েছে...১ টা পুকুর অথচ ২ তা বিদ্যালয়কেই ক্ষতি করছে... প্রাথমিক বিদ্যালয়ের ২ টিভবন খুব ঝুঁকি পুর্ন অবস্থায় আছে...পুকুরের ঘাঁট ধবসে ধবসে ভবনের খুব নিকটে চলে আসছে... পুকুরে যদি চারদিকের ধার না করে ২ দিকের ধার ইট দিয়ে বেঁধে দেওয়য়া হয় তো ভবন ২ টা নিরাপদ হবে... কলমা উচ্চ বিদ্যালয়ের মাঠের অনেক খানি পুকুরে ধবসে গেছে..াপনি দয়া করে পুকুরের ধার বেঁধে বিদ্যালয় দুটিকে রক্ষা করুন.আশা করি আপনি আমার  প্রশ্ন পাওয়ার পর বিষয়টা ভেব দেখবেন...

আমার স্যাররা কোনো জনপ্রিতিনিধির সাথে যোগাযোগ করেছে কি না জানিনা...তবে আমি এই প্রতিষ্ঠান গুলোর একজন  ছাত্র ছিলাম...এখান থেকেই আমি জীবন গড়ার উতসাহ,সহযোগিতা পাই... প্রতিষ্ঠান গুলো প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই আপনার কাছে জানাচ্ছি...আপনার পাশে যেতে পারিনি কোনো দিন... কাছ থেকে দেখেছি,সালাম দিয়েছি...কিন্তু কিছু ১ টা সংশয়ের কারনে কথা বলতে পারিনি...তবে আপনার আন্তরিকতা দেখে আমি কথা বলতে গিয়েও আমার নিজের মনে সাহস আনতে পারিনি...Amarmp.com কে ধন্যবাদ আপনার সাথে সরাসরি যোগাযোগ করিয়ে দেবার জন্য...

কোথাও ভুলত্রুটি হলে ক্ষমা করবেন... দোয়া করি ভাল থাকেন,সুস্থ থাকেন...আর এভাবেই এলাকার উন্নয়ন করে যান...