Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2049 views

Subject : ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

Avatar

Written By : Md. Mostafijur Rahman Rubel

মাননীয় মহোদয়,

স্যার আমার সালাম নিবেন, আমি আপনার নির্বাচনী এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আসা করি ভাল আছেন। আমি  ৬ নং মাটিকাটা ইউনিয়নের সাহাব্দিপুর গ্রাম থেকে বলছি। এলাকাতে ইদানিং প্রচুর অসহ্য মাত্রায় বিদ্যুৎ বির্ভাট হচ্ছে। যার দরুন জনমানুষদের অসহ্য দূর্ভোগ পোহাতে হচ্ছে। গত ১ বছর ধরে বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং, নামাজের সময় বিদ্যুৎ না থাকাতে মুসল্লি ও সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাছাড়াও  এভাবে অব্যহত ভাবে লোড শেডিং এর কারণে সরকারেরও ভাবমূর্র্তি ক্ষুন্ন হচ্ছে। যা বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে যা বলে আসছে তার বিপরীত । আপনি যেহেতু আমাদের সংসদ সদস্য , সেহেতু  আমরা এই পরিস্থিতি হতে মুক্তি পেতে  আপনার দৃষ্টি আকর্ষণ করছি । আর গোদাগাড়ীতে বিদ্যুৎ এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের চরম অবহেলা রয়েছে।লোডশেডিং হওয়া স্বাভাবিক কিন্তু মাত্রাধিক হওয়াই কষ্টকর ।

মাননীয় মহোদয়, যেন যথাযথ পদক্ষেপ গ্রহন করে জনমানুষের দুর্ভোগ লাঘব করেন।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।