মাননীয় এমপি মহোদয়, প্রথমে আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন।
বর্তমান সরকার সারা দেশে টুজি থেকে থ্রিজি মোবাইল অপারেটর নেটওয়ার্ক সেবার ব্যবস্থা করেছেন। যা বর্তমান সময়ের জন্য একটি অতিব গুরুত্বপূর্ন বিষয়। আপনি এই বিষয়ে অবগত আছেন যে, বর্তমানে সরকারি স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে চাকরি ও ভর্তি পরিক্ষার আবেদন এখন অনলাইনে করা হয় এবং সরকারি ফি রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্ক সেবার মাধ্যমে পরিশোধ করতে হয়। কিন্তু অতীব পরিতাপের বিষয় এই যে, ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্ক সেবার কোন ব্যবস্থা না থাকায় তজুমদ্দিন উপজেলার সকল জনগণকে উক্ত সেবা নেয়ার জন্য অন্য স্থানে যেতে হয়, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ্।
তাই মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা জানতে চাই, তজুমদ্দিন উপজেলায় কবে নাগাদ রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্ক সেবার ব্যবস্থা করে দেওয়া হবে ?