আপনার সম্পর্কে আমরা অনেক শুনেছি আপনার মত এত সৎ নিষ্ঠাবান ব্যাক্তিত্ব বড় মাপের নেত্রী হয় না। সোস্যাল মিডিয়া আপনার কাজকর্ম দেখে অনেক ভাল লাগে। যা হোক মূল কথা এ দ্রব্য মূল্যের বাজারে একটা পরিবার পরিচালনা করতে কি পরিমান সংগ্রাম করতে হই একটা মধ্যবিত্ত পরিবার জানে। তারপর যদি, পরিবারে প্রধান যদি হন একজন বাংলাদেশ ডাক বিভাগের ইডিএসও কর্মচারী যাদের বতর্মান (২০১৫) বেতন ১৬৫০ টাকা যা তাদের ১মাসের চা খরচ ও চলেনা। স্যার ২০১৫ অর্থ বছরে সকল সরকারী চাকুরী জীবি দের বেতন কাঠামো নির্ধারন করা হয়েছে কিন্তু বেচারা তাদের বেতন কয়েক দশক ধরে একই আছে। এখানে কাজ করে তারা যা অর্থ পাই তাতে তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে বেচে থাকবে।সকল খাতে আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী মহোদয় উন্নতি সাধন করেছে কিন্তু একটু খানি বাংলাদেশ ডাক বিভাগের এই কর্মচারীদের দিকে তাকালে তাদের পরিবার পরিজন নিয়ে আরামে না হোক দু বেলা পেট ভরে খাবার ত খেতে পারত। আমাদের প্রধানমন্ত্রী মহোদয়া ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশের সর্বনিম্ন বেতন ৮০০০+ কিন্তু স্যার আপনাকে, কষ্ট করে একটু খোজ নিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি তাদের মাসিক বেতন কত।
বিষয়টি দৃষ্টিগোচরের জন্য আপনার কাছে আকুল আবেদন করছি।
আপনি বিষটি পর্যবেক্ষন করুন এবং এদের বাচার সুযোগ দিন।