View Question 1637 views

Subject : নাটোরে ফুটপাত তৈরি হতে না হতেই চলে গেছে দখলদারদের হাতে

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন। নাটোর-রাজশাহী মহাসড়কের পূর্ব বাইপাস থেকে পশ্চিম বাইপাস পর্যন্ত ৫ দশমিক ৮৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজের উদ্বোধন করা হয়েছে গত ২০১৭ সালে। এর মাধ্যমে নাটোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যেমন পূরণ হচ্ছে, তেমনি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে। রাস্তার কাজ পুরোপুরি শেষ না হলেও প্রায় শেষের দিকে। রাস্তার প্রস্থ ৪৮ ফুট। এরমধ্যে উভয় পাশে চার ফুট প্রশস্ত করে তৈরি করা হয়েছে নালা। নালার ওপরের অংশ ফুটপাত। কিন্তু নাটোরে স্টেশান বাজারে এই ফুটপাত তৈরির কাজ শেষ হতে না হতেই চলে গেছে দখলদারদের হাতে।ফলে জনগণ ফুটপাত ব্যবহার না করে সরাসরি রাস্তা দিয়ে চলাফেরা করছে,আর বাজারের প্রাণকেন্দ্র একতা মোড়ে প্রধান সড়কের সাথেই এই ভাবেই স্তুপ করে রাখা হয়েছে আবর্জনা ।  দেখে মনে হচ্ছে দেখার কেউ নেই।

এ বিষয়ে আপনার এর দৃষ্টি আকর্ষণ করছি। 

বিনীত

আমারএমপি