View Question 1738 views

Subject : অবৈধ স্থাপনা আর খননের অভাবে সরু খালে পরিনত হয়েছে নাটোরের একসময়ের খরস্রোতা নারদ নদ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

নাটোর নারদ নদের তীরে অবস্থিত। নারদ নদ ঘিরে প্রায় ৩০০ বছর আগে নাটোর শহরের গোড়াপত্তন হয়। এক সময়ের খরস্রোতা এই নদ বর্তমানে সরু খালে পরিণত হয়েছে। খরস্রোতা এই নারদ নদই ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। নাটোর সুগারমিল, যমুনা ডিস্টিলারিজ ও প্রাণ অ্যাগ্রো কারখানার সহ ছোট বড় অসংখ্য কারখানার দূষিত বর্জ্য ফেলা হয় নারদ নদে। নদ ভরাট করে দুপাশে গড়ে উঠেছে শতশত স্থাপনা। ইতিপূর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খননকাজের ব্যাপারে উদ্যোগের কথা বলা হলেও কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

ভিডিওটি গত ১০ জুলাই, ২০১৯ তারিখে ধারন করেন আমার এমপির একজন ভলান্টিয়ার।

এবিষয়ে নাটোর ২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম শিমুলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি