Ambassador
View Question 3925 views
Subject : রাস্তা সংস্কার অথবা রাস্তা নির্মান প্রকল্পে
Written By : Kabed Ali
মাননীয় এমপি মহোদয়, প্রথমে সালাম রইল।
নাটোর-৬১আসন -৪, সম্মানিত সংসদ সদস্য আমি একটি বিষয় জানতে চাই আমি ১নং ওয়ার্ডের একজন সাধারন ভোটার, আমার জানার বিষয় চাচকৈর খলিফা পাড়া থেকে বিয়ঘাট ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রথমিক বিদ্যালয় এর মাঝ খান পর্যন্ত ১ নং নারায়নপুর ২নং পাড়-গুরুদাসপুর যাহা গুরুদাসপুর পৌর সভার ওয়ার্ডের রাস্তা বিগত ২০০৩ অথবা ২০০৪ এর দিকে নির্মান করা হয় ফলে আমাদের পাশের ইউনিয়ন বৃহত্তর বিয়াঘাটের মানুষের যাতায়াত থেকে শুরু করে উৎপাদন ব্যপক হারে বৃদ্ধি পায় কিন্তুু পরিতাপের বিষয় এই রাস্তাটি নির্মানই হয়েছে কিন্তুু সংস্কার হয়নি কখনো,বিগত ৫ বছর ধরে জনগনের হাঁটার অনুপুযোগী হয়ে উঠেছে এর ফলে মানুষের দুর্ভোগের সীমা পেরিয়ে গেছে, শুনেছি রাস্তা সংস্কার বা পুনরায় নির্মান হবে কিন্তুু হবে হবে করে পেরিয়ে গেছে বিগত ৫ বছর শুনেছি টেন্ডার পাশ হয়েছে অনেক আগে তাহলে কাজ হচ্ছে না কেন জানতে চায় এলাকার সব জন সাধারন।
মাননীয় সংসদ সদস্যের কাছে জানতে চাই আমাদের এই বিকট সমস্যার সমাধান হবে কি?
জনগনের পক্ষে থেকে আমি মোঃ কাবেদ আলী প্রাং।
Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস
ধন্যবাদ সম্মানিত ভোটারগন আমাকে এই প্রশ্ন করার জন্য।
আপনাদের যাতায়াতের জন্য ১ নং নারায়নপুর ও ২নং পাড়-গুরুদাসপুর পৌরসভার রাস্তা খারাপ থাকায় আপনাদের সব রকম সমস্যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । আমি আপনাদের জানাতে চাই আপনাদের এই সমস্যা আর থাকবে না । আপনারা অবগত আছেন যে ইতোমধ্যে আপনাদের পৌরসভার পানি সাপ্লাই কাজ শুরু হয়েছে। আপনারা পানি পাবেন ঘরে ঘরে ।এটার সাথে সাথে আপনাদের রাস্তার কাজও শুরু হবে । রাস্তার টেন্ডার পাশ হয়ে আছে । আপনারা অতি দ্রুত এই সমস্যার সমাধান পাবেন ।
ধন্যবাদ আপনাকে।