Ambassador
View Question 2898 views
Subject : রাস্তা সংষ্কার প্রসঙ্গে
Written By : Melon Sarker
মাননীয় এমপি মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন।আশা করি ভালো আছেন।আমি মো: মনিরুল ইসলাম মিলন।পিতাঃ মোঃ ফজলুর রহমান।৪ নং নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের অধিবাসী।আমাদের গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি,ভাইয়ের মোড় থেকে কাঁঠালবাড়ীয়া হয়ে মকিমপুর দিয়ে কদিমচিলান কিলিকমোড় পর্যন্ত রাস্তাটি আমার জন্মের ৩০ বছরে ও সংষ্কার হতে দেখলাম না।দুঃখের বিষয় এই যে, আমাদের এই ৩ গ্রামের অনেক ছাত্র/ছাত্রী,ব্যবসায়ী,সহ সাধারন জনগনের বসবাস।বর্ষা মৌসুমে আমাদের গ্রামের সকল ছাত্র/ছাত্রী, চাকুরীজীবী,ব্যবসায়ী সহ সাধারন জনগনের চলার অনুপোযুগি হয়ে পরে,এবং সাধারন মানুষ সহ কৃষকগন তাদের ফসলাদি বাজারে নিতে বাধাগ্রস্ত হয়।এতে করে এলাকার লোকজনের জীবন যাত্রার মান নিম্ন থেকে নিম্নতর হয়ে যাচ্ছে।দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে আমাদের গ্রামের এখন ও এমন দুর্বিসহ অবস্থা। তাই আপনার কাছে আমাদের জিঙ্গাসা, উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে কতদিনের মধ্যে এই ৩ গ্রামের রাস্তার কাজ শুরু করবেন,সেটা জানালে আমরা এলাকাবাসী কৃতঙ্গ থাকবো।
বিনীত
গ্রামবাসীর পক্ষে,
আপনার স্নেহের
মিলন সরকার।
Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস
রাস্তা সংস্কার করণ প্রসঙ্গে করা নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস। প্রশ্নটি করেন নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের মিলন সরকার। এমপির কাছে তিনি জানতে চান মশিন্দা গ্রাম থেকে কাঁঠালবাড়ীয়া হয়ে মকিমপুর দিয়ে কদিমচিলান কিলিকমোড় পর্যন্ত রাস্তাটি সংস্কার কাজ কবে থেকে শুরু হবে। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাকিল আহাম্মেদ ও সাকলাইন শুভ।