Ambassador
View Question 3402 views
Subject : আগের রুপে ফিরে পেতে পারবো কি কাছিকাটা স্কুলকে??
Written By : shamim reza
মাননীয় সংসদ সদস্য সালাম নিবেন। আপনি জানেন যে আপনার আসনের অন্তর্গত ৪নং মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল এন্ড কলেজ সনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিলো,যেখান থেকে আপনি নিজেও মাধ্যমিক পাশ করেছেন। এক সময় দূর দুরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহন করার জন্য আসতো। কিন্তু বর্তমান প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার কারনে এবং শিক্ষকদের অন্তঃকোন্দলের কারনে স্থানীয় শিক্ষার্থীরাই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দোরগোরায় হাজির হচ্ছে। এমতঅবস্থায় আপনি কাছিকাটা স্কুলের পূর্বের রুপ ফিরে পাওয়ার জন্য বিশেষ কোন উদ্যোগ গ্রহণ করবেন কি ??
ধন্যবাদ
Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস
আমার এমপি ডট কমের মাধ্যমে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস। প্রশ্নটি করেন ঐ আসনের শামীম রেজা। এমপির কাছে করা প্রশ্নে তিনি মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল এন্ড কলেজের পূর্বের সুনাম ফিরিয়ে আনার আহবান করেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন।
এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাকিল আহাম্মেদ ও সাকলাইন শুভ।