View Question 3265 views

Subject : রাস্তা সংষ্কার প্রসঙ্গে

Avatar

Written By : MD. Shapon Ali

জনাব,

সংসদ সদস্য  ৬১ নাটোর ৪, গুরুদাসপুর -বরাই গ্রাম এর মাটি ও মানুষ এর নেতা, বর্তমান নটোর জেলা আওয়ামীলীগ এর সম্মানিত সভাপতি,, আপনি গুরুদাসপুর- বরাইগ্রাম এর রাস্তাঘাট ১৩ থেকে হাজার কি.মি. তে পৌছেদিয়েছেন। তাই আমি আপনার আনুগত্যের মোঃ স্বপন আলী, সভাপতি ১নং ওয়ার্ড ছাএলীগ, গুরুদাসপুর পৌরসভা,। আপনার নিকট আবেদন জানাচ্ছি যে,আপনার কল্যানে নারায়নপুর, বিহত্তর বিয়াঘাট এর জনসাধারনের পারাপার এর  নন্দকুজা নদীর ওপর নির্মিত একমাত্র  ব্রিজ ২০১০ সালে  আপনার কল্যানে নির্মান কাজ শুরু হয় ও সম্পূর্ন হয়। ব্রিজে এর দক্ষিন পাশে ডানে বাজারে যাওয়া জন্য একটি রাস্তা নির্মান করা হয়েছিল।  কিন্তুু বর্তমানে ওই রাস্তার নির্মান কাজ দূর্বল হওয়ায় ব্রিজে থেকে কালি মুন্দির পর্যন্ত  অনুমানিক ৬০-৬৫ হাত রাস্তা ভেঙ্গে যাওয়ার পথচারী পচুর দূভোগের শিকার হচ্ছে। 

অতএব  আপনার নিকট আকুল নিবেদন এই যে, ওই রাস্তা টি কাজ পাশ করিয়ে দিলে গ্রাম বাসি আপনের কাছে কৃতঙ্গ থাকবে,।

মাননীয় সংসদ সদস্য আপার নিকট এই বিষয়ে মতামত চাই। আশা করি বিষয়টটি আপনে বিবেচনা করে দেখবেন,।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি। 

Avatar

Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস। রাস্তা সংষ্কার প্রসঙ্গে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোঃ স্বপন আলী। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর সাকলাইন শুভ ও শাকিল আহমেদ।