View Question 2502 views

Subject : road and drain repair member of perlament house forword

Avatar

Written By : mijanur rahman

মাননীয় সংসদ সদস্য নাটোর -৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম) প্রথমেই জানাই হৃদয়ের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিন্দন,আশা করি ভাল আছেন ।

আপনার ভালবাসায় আমিও ভাল আছি,আমি পৌরসভার আওতাধীন নারায়নপুর ১ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই আপনি পাঁচ পাঁচবার সংসদ সদস্য এবং একবার প্রতিমন্ত্রী ছিলেন কিন্তুু আমি বা আমরা দেখেছি চাচকৈর পুরাতন বাস স্ট্যান্ড এর কাছে ছোট একটা বাসা টাকা দিয়ে ভারা থাকতেন করতেন অতি সাধারন জীবন জাপন দীর্ঘ দুই তিন যুগ পরে একটি বাড়ি বানালেন আমরা খুব খুশি হয়েছি, কিন্তুু দুঃখের বিষয় দুঃখের সহিত জানাতে হচ্ছে আপনার বাসায় যেতে বা আপনার বাসায় যে সকল গন্যমান্য ব্যাক্তি আসে তাদের কথা চিন্তা করে লিখছি বাসার রাস্তায় একটু বৃষ্টি হলে যাবার মত কোন অবস্থা থাকে না এর কারন রাস্তা আশে পাশের বাড়ির তুলনায় অনেক নিচু এবং ড্রেন নিয়মিত পরিষ্কার না করা তাই এগুলো সমাধান করার চেষ্টা করলে সবার খুব ভালো হবে। আবারো আপনার সুস্বাস্থ কামনা করে এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করলাম আর ধন্যবাদ জানাচ্ছি আমার এম পি ডট কম কে এত সুন্দর একটি সংগঠন তৈরি করাতে আর অভিনন্দন জানাচ্ছি Amarmp.com এর পরিচালক সুশান্ত দাস গুপ্তকে।

ধন্যবাদ সবাইকে।