
Ambassador
View Question 3233 views
Subject : Electricity sab station create

Written By : md sablur rahman
মাননীয় সংসদ সদস্য নাটোর ৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম) সভাপতি নাটোর জেলা আওয়ামীলীগ। বর্তমানে আপনি উন্নয়নের রুপকার গুরুদাসপুর - বড়াইগ্রামকে করেছেন ডিজিটালে রুপান্তরিত। আমি Md sablu rahman আমি পৌর সভার ২ নং ওয়ার্ডের একজন বাসিন্দা আমার জানার বিষয়, বর্তমানে আপনি শেখ হাসিনার ঘড়ে ঘড়ে বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন করছেন তাই আমার একটা বিষয় বিভিন্ন গ্রামে বিদ্যুৎ দিয়ে ঘড়ে ঘড়ে আলো জালিয়েছেন তাই আমার জানার বিষয় এত মিটার দিয়েছেন যার কারনে অতিরিক্ত চাপ পরবে এবং বিদ্যুৎ বিভ্রান্তি হবে তাই গুরুদাসপুরে কোন সাব - স্টেশন করার পরিকল্পনা আছে কি?

Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস
বিদ্যুতের অতিরিক্ত চাপ ও বিভ্রাট নিরসনে সাব-স্টেশন নির্মান প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কুদ্দুস।
আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ সাবলুর রহমান। এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কুদ্দুস।