Ambassador
View Question 3254 views
Subject : tourist sport create
Written By : md sablur rahman
মাননীয় সংসদ সদস্য নাটোর-৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম)। প্রথমেই আমার মুজিবীয় সালাম নিবেন আমি সাবলু রহমান আর একটি প্রশ্ন করতে বা জানতে চাই আমি জানি আপনার পৈতৃক নিবাস খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিলশা গ্রামে যেখানে বর্তমানে টুরিস্ট জোন, দুর দুরান্ত থেকে মানুষ ভীর জমায় এই চলনবিল বিলশা তে তাই এটাকে চিরস্থায়ী ভাবে সুন্দর্য ধরে রাখা যায় কি? বা টুরিস্টদের জন্য কোন ভাল মানের খাদ্য সামগ্রী বা, টুরিস্ট জোনের সাথে পার্ক বা ভ্রমন করার জন্য ভাল মানের ফাস্ট ফুড এর দোকান যেটা হতে পারে পানির মাঝখানে? এই বিষয় গুলো আমি খুদ্র মানুষ মনে হয়েছে তাই আপনাকে প্রশ্ন বিধ্য করলাম আমার বিষয়টা বিশেষ ভাবে বিবেচনা করবেন আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
Written By : Md. Abdul Quddus -মোঃ আব্দুল কুদ্দুস
খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিলশা গ্রামে টুরিস্ট জোন গড়ে তোলা প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কুদ্দুস।
আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ সাবলুর রহমান।
এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ।
ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কুদ্দুস।