View Question 2391 views

Subject : increase my hostel sit capasity

Avatar

Written By : mijanur rahman

মাননীয় সংসদ সদস্য নাটোর ৪- (গুরুদাসপুর -বড়াইগ্রাম) এবং নাটোর জেলা আওয়ামীলের সংগ্রামী সভাপতি, আপনি একমাত্র সংসদ সদস্য হিসাবে এই দুই উপজেলার জনগন কে দেখেছেন, বুঝেছেন এবং উন্নয়নের পথ ধরিয়ে দিয়েছেন, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যে সেখানে আপনের অবদান নাই,,আমরা গর্বিত আপনার মত একজন সংসদ সদস্য কে পেয়ে। আমি নাছরিন সুলতানা রুমা, সভাপতি গুরুদাসপুর উপজেলা যুব মহিলালীগ নাটোর। আমি আপনার কাছে একটি আকুল আবেদন জানাচ্ছি যে ইতিহ্যবাহী কলেজ B.C.S.S কলেজ তার একটি মাত্র মহিলা হোস্টেল তার সিট ক্যাপাসিটি বারালে ভালো হবে এটা একটু নজর দিবেন এবং আপনার ও হয়তো মাথায় আছে বলে আমার ধারনা তাই আমার হোস্টেলের মেরামত ও সিট বারানোর জন্য আপনার মতামত এবং সাহায্য চাই।

এটা আমার এক ছোট ভাইয়ের দারা www.amarmp.com সম্পর্কে জেনেছি তাই তার মারফত তার মেইল থেকে লিখে পাঠালাম।